সোমবার, ২১ মে, ২০১৮, ০৪:৩৫:৩১

‘সারা বছর খবর নাই, হঠাৎ আম ভর্তা করার জন্য অস্থির কেন?’

‘সারা বছর খবর নাই, হঠাৎ আম ভর্তা করার জন্য অস্থির কেন?’

নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন খাবারের দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বেশকয়েকটি দোকানে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় দোকানগুলোর ৮ কর্মচারীকে আটক ও জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

তুষার কিন্তু টিভি ক্যামেরা ও সাংবাদিক সাথে নিয়ে মোবাইল কোর্ট চালানো একধরণের সস্তা প্রচারসর্বস্ব মানসিকতা বলে দাবি করছেন বিশিষ্ট টিভি উপস্থাপক আব্দুন নূর তুষার।

তিনি এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে জানান, ‘কয়েক বছর আগে রাস্তায় ট্রাক দিয়ে আম পিষ্ট করে ফরমালিন ধরার পরে জানা গিয়েছিল, যে কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল সেটা আম পরীক্ষা করার জন্য সঠিক নয়। আবার একই কাজ করা হচ্ছে এ বছর।’

‘গরীব খুচরা বিক্রেতা আম আনে আড়ত থেকে। তার পক্ষে আমের বিষ যদি থেকেও থাকে সেটা পরীক্ষা করা সম্ভব না।যদি আম নষ্ট করতে হয়, আড়তে যান। আড়তদারের লাভ ঠিক রেখে ক্ষুদ্র বিক্রেতার পূঁজি রাস্তায় পিষ্ট করে লোক দেখানোর লোভ সামলানো উচিৎ।’

‘এবার যে পরীক্ষা করা হলো, সে কিট কি সঠিক ? রাস্তার পাশে খাবার পরীক্ষা সঠিক হয় না কারণ এতে সব পক্ষের অধিকার রক্ষা হয় না। যে কোনো খাবার ৩ টি নমুনা নিয়ে ভিন্ন ভিন্ন ফুড টেস্টিং ল্যাবরেটরীতে পরীক্ষা করা উচিৎ। যারা পরীক্ষা করেন, তাদের কি খাবার পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা আছে?’

‘সাংবাদিক মিল্টন আনোয়ার জানালো এবার নাকি আম কেটে দেখা হচ্ছে আম বাত্তি বা পরিপক্ক কিনা? না হলেই ট্রাক! কথা সত্য হলে, প্রশ্ন হলো কোথায় লেখা আছে অপরিপক্ক আম বেচা যাবে না? আম এনে ঘরে রেখে পাকানো বা মজানো একটি প্রচলিত বিষয়।’

‘টিভি ক্যামেরা ও সাংবাদিক সাথে নিয়ে মোবাইল কোর্ট চালানো একধরণের সস্তা প্রচারসর্বস্ব মানসিকতা। সারা বছর খবর নাই, হঠাৎ আম ভর্তা করার জন্য অস্থির হয় কেন? হয়, কারন এটা show off! মানুষ এসব বোঝে ।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে