সোমবার, ২১ মে, ২০১৮, ০৯:০৮:১৬

‘৩০ শতাংশ কারচুপি না হলে তাদের লোকটা নির্বাচনে জিততো না’

‘৩০ শতাংশ কারচুপি না হলে তাদের লোকটা নির্বাচনে জিততো না’

রবিন আকরাম : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি নিয়ে নিজের ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক আসিফ নজরুল।

তিনি লিখেছেন, “পরীক্ষায় প্রশ্ন ছিলো দশটি। আমার ছেলে মাত্র তিনটির উত্তর নকল করে লিখেছে। এটুক তো আর ধরলে হবে নারে ভাই।” খুলনা নির্বাচন নিয়ে আমাদের অনেকের মনোভাব ছিলো ঠিক এমনি। তারা এটা বুঝতে পারলেন না যে তিনটে প্রশ্নে নকল না করলে তাদের ছেলেটা ফার্স্ট হতো না। ৩০ শতাংশ কারচুপি না হলে তাদের লোকটা নির্বাচনে জিততো না।

তার এই স্ট‌্যাটাসের পর অনেকেই তাদের মতামত লিখেছেন। সেখান থেকে কয়েকজনের মতাতম তুলে ধরা হলো। আলমগীর লিখেছেন, অন্তত আমার জীবদ্দশায় এই বাংলায় আর সুষ্ঠ নির্বাচন দেখব না, আমরা আমাদের সকল প্রশাসন যন্ত্রকে গলা টিপে হত্যা করছি।

ফেসবুকে ছদ্মনাম ভারপ্রাপ্ত চিন্তাবিদ লিখেছেন, জনগণের হাজার কোটি টাকা খরচ করে ভোট নেয়ার দরকার কী? দেশটাকে ২০৪১ পর্যন্ত আওয়ামী লীগের কাছে ইজারা দিয়ে দিলেই বরং ভালো হয়।

মোর্শেদ আলম মুন্না লিখেছেন, প্রকাশ্যে ৩০%০ চুরি আর অপ্রকাশ্যে না জানি আর কত শতাংশ চুরি হলো? সব মিলিয়েই তারা বিজয়ী আর কি? আর না হয় তাদের পক্ষের রায় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করা লাগত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে