রবিবার, ২৭ মে, ২০১৮, ১০:৪৩:০৭

‘তিস্তা নিয়ে কেন কথা বলতে হবে’- মমতা রেগে গিয়ে বললেন!

‘তিস্তা নিয়ে কেন কথা বলতে হবে’- মমতা রেগে গিয়ে বললেন!

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কলকাতার হোটেল তাজে শনিবার সন্ধ্যায় প্রায় একঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষ দুই নেত্রীই সাংবাদিকদের জানান, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

এসময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মমতা ব্যানার্জি বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না প্রকাশ্যে।’  তিস্তা নিয়ে কী ভাবছেন ? সাংবাদিকদের মধ্য থেকে একজন প্রশ্ন করলে মমতা কিছুটা রেগে গিয়ে বলেন, ‘এ নিয়ে এখন কেন কথা বলতে হবে!’ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকের আগে অনেকেই মনে করেছিলেন, এতে তিস্তার পানি বন্টন ও পদ্মার ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা হবে। এই নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা, , তবে বৈঠক শেষে দুই নেত্রীর কেউই এ ব্যাপারে মুখ খুললেন না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে