রবিবার, ২৭ মে, ২০১৮, ১২:৪১:২৫

‘রাজধানীতে ৩ বছরের বেশি শিক্ষকদের বদলি করা উচিত’

‘রাজধানীতে ৩ বছরের বেশি শিক্ষকদের বদলি করা উচিত’

জাতীয় ডেস্ক: কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মামলার শুনানিতে ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন, তাদের বদলি করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের কথার জবাবে তিনিএ মন্তব্য করেন। মামলার শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্যে করছে।

প্রধান বিচারপতি এ বিষয়ে বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়, অধিদপ্তর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে