বুধবার, ১৩ জুন, ২০১৮, ১০:৩০:৩৮

বাড়তি ভাড়া নেয়া হলেই ব্যবস্থা: ওবায়দুল কাদের

বাড়তি ভাড়া নেয়া হলেই ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হলেই ব্যবস্থা নেয়া হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই কাচপুর, মেঘনা ব্রিজ চালু হবে। তিনি যাত্রীদের দুর্ভোগ কমাতে সবরকম সহায়তা করার জন্য পরিবহন নেতাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে তিনি রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি বলেন, মধ্যরাতে দেশে ফিরেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, মহাসড়কের অবস্থা কী? আমি বলেছি- নেত্রী, অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। কোনো যানজট নেই। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক। 
পরিস্থিতি বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি প্রত্যেকটি কাউন্টারে জিজ্ঞেস করেছি, তারা (কাউন্টার সংশ্লিষ্টরা) জানিয়েছেন, মহাসড়কে কোনো ধরনের যানজট এখনও পর্যন্ত নেই। এটা সম্ভব হয়েছে তৃণমূলে বৈঠক করার কারণে। 

তিনি বলেন, সড়কে মাঠ প্রশাসন, হাইওয়ে পুলিশ-সবাই খুব তৎপর রয়েছে। তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে