বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০৩:২৭:১৭

খালেদা জিয়াকে সুখবর দিলো আদালত

খালেদা জিয়াকে সুখবর দিলো আদালত

নিউজ ডেস্ক: গ্যাটকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে তার বিরুদ্ধে জারি করা প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করেছেন আদালত। খালেদা জিয়াকে সুখবর দিলো আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক কেএসএম শাহ ইমরান এ পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হান্নান ভুইয়া এ দু’টি মামলার প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এদিকে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার বিরোধিতা করেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।

এছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে