সোমবার, ১৮ জুন, ২০১৮, ০১:৪৫:১১

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক: আজ সোমবার সকালে সদর উপজেলার বড়খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের সুপারভাইজার আব্দুর রহিম ও হেলপার আরিফ মাহমুদ। আব্দুর রহিম বগুড়া সুত্রাপুর এলাকার আব্দুল বাছেদের ছেলে ও হেলপার আরিফ মাহমুদ ফরিদপুর নগরকান্দি ডাঙ্গীনগর এলাকার আবদুল গনিশরের ছেলে।

আহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলা গোয়ালপাড়া এলাকার শামসুল হকের ছেলে ওবায়দুর রহমান, সরকারপাড়া হ্যাডস মোড় এলাকার ইসলাম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সদর পৌর এলাকার মৃত মূকুলের স্ত্রী শামিমা আক্তার, শহরের ঠাকুরগাঁও দক্ষিণ বঠিনা এলাকার সুরেন্দ্র নাথের ছেলে সত্যেন্দ্র নাথ, রুহিয়া সেনহারি তালতলা এলাকার অজয় চন্দ্রের স্ত্রী গায়ত্রী দেবী, রুহিয়া নামাজপাড়া এলাকার আরিফ আলির মেয়ে মোসা. তামান্না, একই এলাকার হাসার আলীর ছেলে আশরাফুল ইসলাম, পঞ্চগড়ের বংশিধর এলাকার দীনেশ চন্দ্রের ছেলে খনেশ চন্দ্র, রংপুর সাহাপাড়া এলাকার মৃত ফরজ উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন, টাঙ্গাইলের ঘাটাইল এলাকার লোকমানের ছেলে ও ট্রাকের হেলপার ছিয়াম হোসেন, টাঙ্গাইল ঘাটাইল এলাকার আব্দুল কাশেমের ছেলে আব্দুল কাদের,  নীলফামারীর ডোমার দক্ষিণ চিকনবাড়ি এলাকার মৃত আজিবর রহমানের ছেলে মোতাব্বর হোসেন, নওগাঁ জেলার বাসিন্দ্র ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্য আব্দুল আজিজের ছেলে হারুনর রশিদ ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ কওলাগাড়ি এলাকার মৃত বসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায় ,সকালে পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির বাসটি ঠাকুরগাঁওয়ের বড়খোঁচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৭ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুভেন্দু দেব নাথ বাসের সুপারভাইজার আব্দুর রহিম ও হেলপার আরিফ মাহমুদকে মৃত ঘোষণা করেন।

অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে