সোমবার, ১৮ জুন, ২০১৮, ০২:১৮:৪২

জেনারেল আজিজ আহমেদ নতুন সেনাপ্রধান

জেনারেল আজিজ আহমেদ নতুন সেনাপ্রধান

নিউজ ডেস্ক: দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন জেনারেল আজিজ আহমেদ। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

জেনারেলর আজিজ আহমেদ ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন কারেছেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮১ সালের আগস্ট মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮৩ সালের ১০ জুন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রামের স্কুল অব আর্টিলারিতে `অফিসার্স গানারি স্টাফ কোর্স` এবং ভারতের দেওলালীতে অবস্থিত স্কুল অব আর্টিলারি হতে `লং গানারি স্টাফ কোর্স` সম্পন্ন করেন।

জেনারেল আজিজ মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে