সোমবার, ১৮ জুন, ২০১৮, ০৫:৪১:০২

এটা জেলখানা, কারও বাসভবন নয়: ওবায়দুল কাদের

এটা জেলখানা, কারও বাসভবন নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা চাইলেই কারান্তরীণ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন না। এটা জেলখানা, কারো বাসভবন নয়।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি নেতারা কি প্রতিদিন দেখা করবেন? আত্মীয়স্বজন যখনই দেখা করতে চেয়েছে তারা দেখা করেছে। আমরা যখন জেলে ছিলাম তখন আত্মীয়রাই দেখা করেছে। দলীয়দের দেখা করার কোনো সুযোগ সেখানে ছিল না। তারপরও তিনি একজন বড় নেত্রী হিসেবে আইনজীবীদের সঙ্গে বা কিছু কিছু সময় নেতাদের সঙ্গে দেখা করতে পারেন। তাই বলে বিএনপি নেতারা প্রতিদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসবেন, সে সুযোগ নেই।’

সেতুমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে সিএমএইচ ছাড়া ভালো চিকিৎসা কেন্দ্র নেই। তিনি সেখানে যেতে চান না কেন?’

ওবায়দুল কাদের খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে চাইছে বলেও মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার চেয়ে বিএনপি আন্দোলনের ইস্যু খোঁজার বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে