মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ০১:২৬:৩৪

সুখের সাক্ষাৎ

সুখের সাক্ষাৎ

হাবিবুর রহমান ইরান, ঢাকা: চিত্রে দেখছেন এক দৃশ্য। গল্পটি সুখ বিনিময়ের। এখানেও বাস করে সুখ। রাজ্যর পর রাজ্য জয় করে, টাকার ইমারতের পর পাহাড় নির্মান করেও যখন বলছে এই জগতে হায় সুখ কেবলি আফসোস। কোথায় গেলে পাব সুখ?

সুখ তুমি কোথায় বাস কর? আসমান, গহীন অরন্য, সাগর-নদী সব খানেই সুখ খুঁজে একাকার। দরকার সুখ। সুখের নেশায় মরিয়া। কিন্তু সে কোথায়?

খুঁজতে খুঁজতে কেবল বিরক্ত আরক্ত। দেখা মেলে না সুখের। দামি পোষাক, দামি গাড়িতেও চলেছে সুখ খোঁজার মিছিল। কিন্তু নেই। বিশ্বের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমরের ন্যায় ছোটাছুটিও হয়েছে।

কিন্তু নেই সুখ পাখিটির দেখা। কোথায় থাকে সুখ? কে বলতে পারবে? কে দিতে পারবে সুখের সন্ধান। কোটি জনতা ব্যাকূল একটু খানি সুখের পরশ পেতে।

কোন ডুবুরি সুখের খোঁজ দিতে পারবে? কোনো অনুষন্ধানী ব্যক্তি কি পারবে সুখ খুঁজে এনে দিতে। তাহলে কি উপায়। শুধু আরক্ত-বিরক্ত।

সুখ খোঁজা হয়েছে নেশায় পরিনত। তবে এবার দেখা যাক সুখি মানুষের কাতারে কারা? ঘর নেই, বাড়ি নেই, নেই পকেটে টাকা। পকেটটাও যাদের ছেড়া।

টাকা রাখার নেই কোনো বিশেষ থলে। ব্যাংক কি জিনিস এটাও জানে না তারা। আর তারা নাকি সুখের সাক্ষাৎ পেয়েছে। শুনেই ক্ষিপ্ত। এবার আসিলো হে নিজ চোখে দেখিতে।

দেখিছে সুখের হাসি নর-নারীর মুখে। করিছে সুখ বিনিমিয়। স্বর্গের ন্যায় যেনো প্রেমে মক্ত তারা। সাথে আবার রয়েছে সোনার এক চাঁন। থমকে গেলো সে সুখের সাক্ষাৎ পেয়ে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে