সোমবার, ২৫ জুন, ২০১৮, ১১:২১:০১

নতুন সেনাপ্রধান প্রধান হিসেবে আজ দায়িত্ব নেবেন আজিজ আহমেদ

নতুন সেনাপ্রধান প্রধান হিসেবে আজ দায়িত্ব নেবেন আজিজ আহমেদ

ঢাকা: লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। তিনি হবেন ১৬তম সেনা প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৮ জুন আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়।

আজিজ আহমেদকে ৩ বছরের জন্যে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ দায়িত্ব নেবেন এবং বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক অবসরে যাবেন। লেফটেন্যান্ট জেনারেল আজিজ ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক বাহিনীর জিওসি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে