বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ১১:১০:৪৪

এইচএসসি ফল প্রকাশ, পাশের হার ৬৬.৬৪ , ২৯ হাজার জিপিএ-৫

এইচএসসি ফল প্রকাশ, পাশের হার ৬৬.৬৪ , ২৯ হাজার জিপিএ-৫

নিউজ ডেস্ক :  ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর আগে এ হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ৬২ জন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন। আর ফিরতি এসএমএসে ফল জেনে নিন।

অপর দিকে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ফল জানতে আপনাকে প্রথমে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফল জেনে নিন সহজেই।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে প্রথমে আপনাকে যা করতে হবে তা হলে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জেনে নিন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে