বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ০১:১৬:২৪

এবার জিপিএ-৫ ও ধস

এবার জিপিএ-৫ ও ধস

নিউজ ডেস্ক :  এবার জিপিএ-৫ ও ধস, এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষায় শুধু পাশের হারই নয়, জিপি-এ ৫ও কমেছে। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ব্যাপকহারে। গত বছর ৩৭ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেলেও চলতি বছর জিপিও ৫ এর সংখ্যা ৩০ হাজারেরও নিচে নেমে গেছে। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ২৬২ জন।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ৮ হাজার ৭০৭ জন। জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। অনুষ্ঠানে মুখ্যসচিব নজিবুর রহমান, শিক্ষাসচিব এবং ১০ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ শিক্ষার্থী। যেখানে পাশের হার ৬৬.৬৪ শতাংশ। ২০১৭ সালে পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপি-এ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

এদিকে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা যেন জ্যামিতিক হারে হ্রাস পেতে শুরু করেছে। ২০১৬ সালে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন। এরপরের বছর ২০ হাজার ৩০৭ জন হ্রাস পেয়ে দাঁড়ায় ৩৭ হাজার ৯৬৯ জনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে