শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ০১:০১:৫৮

বাজারের নাম ফকিন্নি!

বাজারের নাম ফকিন্নি!

মরিয়ম চম্পা: রিকশাওয়ালা রশিদ মিয়া হাঁক দিয়ে ডাকেন, ওই ফকিন্নি বাজার, ফকিন্নি বাজর। বাজারের নাম ফকিন্নি কেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় ১৫-২০ বছর আগে ফকিররা মিলে বাজারটা বসিয়েছে তাই এটার নাম ফকিন্নি বাজার। 

তেজগাঁও ওভারব্রিজের নিচে ফকিন্নি বাজারে যেতে দেখা গেছে বাজারটিতে প্রায় ৫০-৬০টি দোকান রয়েছে। বিক্রেতা হোসেন বলেন, এইডা এহন জমিদারগো বাজার। ফহিন্নি জমিদার সবাই এইহানে বাজার করতে আসে। বিক্রেতা হাসনা বলেন, গত সাড়ে ৩ বছর ধরে এখানে বেচাকেনা করি।

এইহানে পচা আলু, পটোল, বেগুন, করলা, শসা বিক্রি হয় তাই এইডার নাম ফকিন্নি বাজার। বিক্রেতা খালেদা বলেন, গত ৪-৫ বছর ধরে ফকিন্নি বাজারে ব্যবসা করি। এখানে বিভিন্ন ধরনের ক্রেতা আসে, তবে ফকিররাই বেশি আসে।মানবজমিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে