শুক্রবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০২:২৩

বিনা নোটিশে জেলা-উপজেলা সফরে যেতে শেখ হাসিনার নির্দেশ

বিনা নোটিশে জেলা-উপজেলা সফরে যেতে শেখ হাসিনার নির্দেশ

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষন করতে কেন্দ্রীয় নেতাদের বিনা নোটিশে জেলা-উপজেলায় সফর করার নির্দেশ দিয়েছেন। এর ফলে সংগঠনের প্রকৃত অবস্থা জানা যাবে বলে নেতাদের জানিয়েছেন তিনি। সফর থেকে ফিরে এসে সেখানকার দলীয় পরিস্থিতি তাঁকে জানানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। 

গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের আরও জানান, ‘যেসব নেতা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে তাদের একটি তালিকা প্রস্তুত করতে হবে।’ এ বিষয়ে দলের সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানা যায়।   

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও নেতারা উন্নয়নের প্রচার না করে নিজেদের বিরুদ্ধে বিষোদগার করছেন, তাদের বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কোনোভাবেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন দলীয় সভাপতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে