শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০৫:০৮

ভয়ংকর হচ্ছে পদ্মা, ঢাকাকে নয়াদিল্লির জরুরি সতর্ক বার্তা

ভয়ংকর হচ্ছে পদ্মা, ঢাকাকে নয়াদিল্লির জরুরি সতর্ক বার্তা

নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে ক্রমেই উত্তাল হয়ে উঠছে পদ্মা। গত ৫/৬ দিনে প্রতিদিনি গড়ে চার থেকে পাঁচ সেন্টিমিটার করে পানি বাড়ছে। এদিকে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে-এমন আশঙ্কার কথা জানিয়ে ঢাকাকে জরুরি সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি। পদ্মায় পানি বৃদ্ধির হার গুরুত্ব সহকার পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো। আজ শনিবার দুপুর ১২টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিলো ১৭ দশমিক ৪ সেন্টিমিটার। বিপদসীমার মাত্র ১ দশমিক ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রমত্তা পদ্মা।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, বর্তমানে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ সেন্টিমিটার করে পানি বাড়ছে। এরমধ্যে গত বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা ছিলো ১৬ দশমিক ৯০ সেন্টিমিটার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছিলো ১৬ দশমিক ৯৪ সেন্টিমিটার, আজ ছিলো ১৭ সেন্টিমিটার। কিছুটা উৎকণ্ঠা থাকলেও এখনো আতঙ্কের কিছু নেয়।

এনামুল হক আরও জানান, গত ১৫ বছরে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা (১৮.৫০) অতিক্রম করেছে মাত্র দু’বার। এরমধ্যে ২০০৪ ওথকে ২০১২ সাল পর্যন্ত টানা নয় বছর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। 

২০০৩ সালের ১৯শে সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার সর্বোচ্চ উচ্চতা ছিলো ১৮ দশমিক ৮ েেসন্টিমিটার। এরপর ২০১৩ সালের ৭ই সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা বিপদসীমা অতিক্রম করেছিলো। ওই বছর পদ্মা নদীর সর্বোচ্চ উচ্চতা দাঁড়ায় ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে