বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ০৪:২৩:৪৭

তারেকের ফাঁসি না হওয়ায় যা বললেন সেই জজ মিয়া

তারেকের ফাঁসি না হওয়ায় যা বললেন সেই জজ মিয়া

নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে খুশি বলে জানিয়েছেন নোয়াখালীর সেনবাগের যুবক জজ মিয়া। আজ বুধবার আদালতে রায় ঘোষণার পর মুঠোফোনে তিনি বলেন, ‘রায়ে আমি খুশি। তবে তারেক রহমানের ফাঁসি না হওয়ায় কিছুটা হতাশ।’

জজ মিয়া আরও বলেন, ‘রায় যেন দ্রুত কার্যকর করা হয়। উচ্চ আদালত যেন তারেক রহমানের ফাঁসি নিশ্চিত করে।’

সকালে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আলোচিত ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় এই রায় ঘোষণা করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৫ সালের জুনে এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

জানা যায়, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় এই যুবকই সেই ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছেন। তবে যত চমৎকার করেই তার জবানবন্দির ভাষ্য পুলিশ কর্মকর্তারা প্রকাশ করুন না কেন, তা মোটেও বিশ্বাসযোগ্যতা পায়নি।
সূত্র : আমাদের সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে