মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১১:৪১:৫৩

এবার ব্যারিস্টার মইনুলের সঙ্গে ড. কামালের ফোনালাপ ফাঁস! যেখানে ঐক্যফ্রন্ট ত্যাগ করারও হুমকি

এবার ব্যারিস্টার মইনুলের সঙ্গে ড. কামালের ফোনালাপ ফাঁস!  যেখানে ঐক্যফ্রন্ট ত্যাগ করারও হুমকি

নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে বিবৃতি এবং আইনি সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।  এ কারণে তিনি ঐক্যফ্রন্ট ত্যাগ করারও হুমকি দেন ড. কামাল হোসেনকে এবং বলেন, মইনুল হোসেনকে ছাড়া কোনো ঐক্য হবে না।  সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপে এসব বাদানুবাদ উঠে আসে।

ফোনে ড. কামালকে ব্যারিস্টার মইনুল বলেন, ‘কামাল ভাই, আমার যা মনে হয় আপনি যদি একটা স্টেটমেন্ট ইস্যু করতে পারেন কিনা, বিভিন্নভাবে কেস দিয়ে তাকে হ্যারাস করা হচ্ছে আমাদের ঐক্য প্রক্রিয়া যাতে অগ্রসর হতে না পারি। এবং আমরা এটা কনডেমড করি। দেখেন চিন্তা করে, দুই সেনটেন্সের একটা স্টেটমেন্ট। আজকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমি মনে করি একটা রিঅ্যাকশন দেয়া উচিৎ।

জবাবে ড. কামাল বলেন, ‘আমি ঐক্যফ্রন্টকে এগুলোর মধ্যে টানতে চাচ্ছি না।’

তখন ব্যারিস্টার মইনুল বলেন, ‘তাহলে আপনি থাকেন কামাল ভাই।  আই গো।  আই অ্যাম নট ইন দ্যা ফ্রন্ট।’

এ ঘটনার পর আরেকটি ফোনালাপে ঐক্যফ্রণ্টের আরেক নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী কাওয়ার্ড বলে সংম্বোধন করেছেন ড. কামালকে।  তিনি মইনুল হোসেনকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণে সরকার পক্ষ লাভবান হবে এবং এ সময়ে মইনুলের পাশে ঐক্যফ্রণ্টের থাকা উচিত বলে মন্তব্য করেন।  সূত্র: সময় টিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে