বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ১০:১৯:৩৫

নির্বাচনে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রুদ্ধদ্বার বৈঠকে ২০ দল

  নির্বাচনে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রুদ্ধদ্বার বৈঠকে ২০ দল

নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সমঝোতার আকাঙ্খার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে।

এদিকে, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের পথ ধরে রাজনৈতিক সমঝোতার আগেই তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তারা।

জোটের শরিক লিবারেল ডেমোক্রিটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ড. অলি আহমদ বৈঠকে সভাপতিত্বে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ ২০ দলের শীর্ষ নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে