বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:২৮:৫১

বিএনপি অফিসে বিটিভি

বিএনপি অফিসে বিটিভি

সালেহ্ বিপ্লব : জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পরই পাল্টে গেছে রাজনীতির চালচিত্র। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস ঘিরে অনেক বছর পর বাধাহীনভাবে হাজার হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটছে। পুলিশ স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের জমায়েত হতে কোনো বাধা দেয়া হচ্ছে না।

সবচেয়ে বেশি নজরে পড়ার মতো ঘটনা হচ্ছে, মঙ্গলবার থেকে বাংলাদেশ টেলিভিশনের নিউজ ক্যামেরা বিএনপি অফিসে যেতে শুরু করেছে। দলটির মনোনয়নপত্র বিতরণ ও নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর প্রচার করছে বিটিভি। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এর আগে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের একটি কর্মসূচীর খবর সম্প্রচার করেছিলো। সেটিও সব মহলের নজর কাড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, এ ব্যাপারে দলে কোনো প্রতিক্রিয়া নেই। বিটিভি’র নিউজ টিমকে গত মঙ্গলবার থেকে বিএনপি অফিসে কাজ করতে দেখছি। মনোনয়নপত্র বিতরণ ও সংবাদ সম্মেলনের খবর তারা প্রচার করেছে। এতে আমাদের খুশি বা অখুশি হওয়ার কিছু নেই। বিটিভি’র ক্যামেরা বিএনপির নিউজ কাভার করছে, আমরা বাড়তি উৎসাহ দেখানোর কিছু দেখছি না। আবার নিরুৎসাহিতও করতে চাইছি না। তবে সরকার নিয়ন্ত্রিত এ প্রচারমাধ্যম গত দশ বছরে বিএনপির কী পরিমাণ ক্ষতি করেছে সেটা আপনারাও জানেন। অবশ্য আমরা সেকথা নতুন করে মনে করাতেও চাইছি না। বিটিভি তার নিজের মতো কাজ করছে, আগেও করেছে, এখনো করবে। করুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে