বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:৪০:২৮

‘নৌকার বিরুদ্ধে গেলে আজীবন বহিষ্কার’

‘নৌকার বিরুদ্ধে গেলে আজীবন বহিষ্কার’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ষড়যন্ত্র চলছে সবাই সতর্ক থাকুন, কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’  

আজ বুধবার গণভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা পেতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের আওয়ামী লীগে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে। আর আমাদের দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের কোনো প্রয়োজন নেই।’  

ঘরের শত্রু বিভীষণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যাকে নৌকা প্রতীক দেয়া হবে, সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জরিপের রিপোর্ট আছে আমার কাছে। জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে