শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ১২:১৪:১৮

আগামী রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার

আগামী রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার

নিউজ ডেস্ক: আগামী রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, রোববার রাজশাহী ও রংপুরের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।এরপর ধারাবাহিকভাবে সব বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া এখনো চলছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুক্রবার পঞ্চম ও শেষ দিনের মতো শুরু হয়েছে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ।

সকালে দেখা যায়, সারা দেশ থেকে আসা নেতাদের বেশিরভাগই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। শেষ দিনে ফরম কিনেছেনও বেশ কয়েকজন নেতা।

গত চার দিনে ৪১১২ জন নেতা দলের মনোনয়নপত্র কিনেছেন। প্রথম দিন ১৩২৬, দ্বিতীয় দিন ১৮৯৬ এবং তৃতীয় ও চতুর্থ দিন বৃহস্পতিবারসহ মোট বিক্রি হয়েছে ৪১১২টি। আর বৃহস্পতিবার পর্যন্ত জমা হয়েছে ১২৫৫টি মনোনয়ন ফরম।

বুধবার মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার তৃতীয় দিনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। রক্তাক্ত হয়ে পড়ে নয়াপল্টন ও এর আশপাশ এলাকা।

এ ঘটনায় তৃতীয় দিনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হয়। পুলিশ কয়েকশ বিএনপি নেতাকর্মীর নামে মামলা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে