শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৭:০২:৩৬

জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী? যা বললেন ড. কামাল-মির্জা ফখরুল

জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী? যা বললেন ড. কামাল-মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: আজ শুক্রবার ১৬ নভেম্বর বিকাল তিনটার পর গুলশানে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হলে কে হবেন আগামী প্রধানমন্ত্রী, তা নির্ধারণ করবে সংখ্যাগরিষ্ঠ দল। তবে জোটের বৃহত্তম দল হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

এদিকে আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও বিদেশি সংবাদমাধ্যমের বাংলাদেশ করেসপন্ডেন্টদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বিকালে রাজধানীর গুলশানে হোটেল লেক শোর’এ বৈঠক শুরু হয়। এতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবসহ অন্য নেতারা যোগ দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে