রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩৩:৫৫

পদত্যাগ করে দেখুন ‘কত ধানে কত চাল’: ওবায়দুল কাদেরকে রহুল কবির রিজভী

পদত্যাগ করে দেখুন ‘কত ধানে কত চাল’: ওবায়দুল কাদেরকে রহুল কবির রিজভী

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বোর্ডে দলীয় প্রার্থীদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই প্রশ্নের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনি কিসের দন্ডের কথা বলেন? বিচারের দণ্ডের কথা বলছেন? ন্যায় বিচারকে গোরস্থানে পাঠিয়ে আপনাদের দেওয়া দণ্ডকে? মানুষ এ দণ্ডকে দণ্ড মনে করে না। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্য়ালয়ে এক প্রতিক্রিয়া তিনি এ প্রশ্ন করেন।

রিজভী বলেন, সুষ্ঠু নিবার্চনের ব্যবস্থা করুন। পদত্যাগ করে দেখুন কত ধানে কত চাল। তখনই বুঝতে পারবেন আর ১০ বছরের লুটপাট, হরিলুট, ডাকাতি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে আপনাদেরই কারাগারে থাকার কথা। আজকের বেআইনি অপরাধীরা জোর করে দেশ চালাচ্ছে। আর জনসমদৃত মানুষরা কারগারে।

ওবাদুল কাদেরকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্ম্পকে আপনার এতো জ্বালা এতো ভয় কেন? উনিতো দূরে আছেন। কেন আতঙ্কের মধ্যে আছেন? আপনাদের ভয় হচ্ছে জনগণের। জনপ্রিয় নেতৃবৃন্দকে নিয়ে তাদের ভয়। কারণ তারা একেবারে জনগণ থেকে যারা দূরে সরে গেছে, বিছিন্ন হয়ে গেছে। তারা মানুষের স্রোত দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। এজন্য জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে তারা দ্বিধা করে না।

রিজভী প্রশ্ন করে বলেন, কোন বিচারের কথা বলছেন? কিসের আদালতের কথা বলছেন? যে দেশের প্রধান বিচারপতি ন্যায় সঙ্গত কাজ করতে গিয়ে দে থেকে পালাতে হয়। তাকে বন্দুকের ভয় দেখিয়ে দেশ ছাড়তে হয় আর আপনারদের শাসনে ন্যায় বিচার কেউ পেতে পারে? যে দেশের জেলা জজ ন্যায় বিচার করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আর আপনারা বলবেন, আপনাদের পছন্দের আদালত, আপনাদের পছন্দের বিচারক দিয়ে জোর করে দণ্ড দেবেন। একজন জন নন্দিত রাজনীতিবিদকে ওই্ দণ্ড দিয়ে অপরাধী বানানো যায় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে