সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০৭:৩১:৪৩

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন ভারতীয় হাই কমিশনার

 বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন ভারতীয় হাই কমিশনার

নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে হয়েছে সোমবার দুপুরে।

বারিধারায় সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরীর বাসায় যান। এ সময় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী তাকে স্বাগত জানান। প্রায় দেড় ঘন্টাব্যাপী বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনায় আসে বি চৌধুরীর সাথে শ্রিংলার। এ বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী এবং যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রিংলার সাথে ছিলেন ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি।

বৈঠক শেষে হর্ষবর্ধন শিংলা বলেন, বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়। ব্রিফিংয়ের পর বি চৌধুরীর বাসভবন মায়া-বি’তে মধ্যাহ্ন ভোজে যোগ দেন ভারতীয় হাই কমিশনার। অপরদিকে বৈঠক শেষে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়।

ব্রিফিং-এ মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী বীরবিক্রম ও মাহী বি. চৌধুরী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সদ্য বিকল্পধারায় যোগদানকারী সাবেক সংসদ সদস্য এমএম শাহীন, বিকল্পধারায় সদ্য আগত সুনামগঞ্জ-১ আসনের ডা. রফিকুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য শাখা বিকল্পধারার সহসভাপতি মিসবাহ জামাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে