সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০৮:০২:৩৩

ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

নিউজ ডেস্ক: ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়। এতে ইসির করার কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।  সোমবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গতকাল যে অভিযোগপত্র জমা দিয়েছেন সে ব্যাপারে নির্বাচন কমিশনের সবাই মিলে বিস্তর আলোচনা করেছেন। আলোচনা শেষে ওনারা জানিয়েছেন, অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করেছে সেখানে যেহেতু তারেক রহমান নিজে দেশে নেই সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে আচরণ বিধিমালা প্রযোজ্য হবে বলে প্রতীয়মান হয় না।’ 

এছাড়া তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’  

তিনি আরো বলেন, 'ইতিমধ্যে সারা বাংলাদেশে ৯০ ভাগ ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে। আজকেও সব জায়গায় পত্র দিয়ে নির্দেশনা জানানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ায় গতকাল রোববার(১৮ নভেম্বর) কমিশনে লিখিত অভিযোগ করে আওয়ামী লীগ। এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ জমা দেয়া শেষে ফারুক খান সাংবাদিকদের জানান, বাংলাদেশে একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত তারেক রহমান নির্বাচনের ক্যান্ডিডেট তাদের সাথে স্কাইপের মাধ্যমে কথা বলতেছেন। যেটা বাংলাদেশে নির্বাচনী আইনের সুষ্ঠু লঙ্ঘন। সেই সাথে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে, তারেক রহমানের কোনো বক্তব্য কোনো জায়গা প্রচার করা যাবে না। এবং প্রচারণা হবে না। এই ব্যাপারে নির্বাচন কমিশনে আমরা লিখিত লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরো বলেন, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে