সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০৮:১০:০৪

বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট

 বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক: বিএনপির নির্বাচনী প্রতীকের নাম ধানের শীষ সংশোধন চেয়ে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী হারুন অর রশিদ এ রিট দায়ের করেন।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল টুটুল বলেন, রিটকারী আইনজীবী আজ শুনানির জন্য আদালতে মেনশন স্লিপ জমা দিয়েছেন।

রিটকারী আইনজীবী হারুন অর রশিদ বলেন, বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে তা ভুল। কেননা, তারা বলছে ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনো মিল নেই। কেননা, ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।

এই রিটকারী আরও বলেন, বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল। কিন্তু সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করেছিলাম কিন্তু তবুও ভুলটি তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে