সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০৮:৪৫:০১

বিএনপি নির্বাচনে আসায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বেকায়দায়: দিলারা চৌধুরী

বিএনপি নির্বাচনে আসায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বেকায়দায়: দিলারা চৌধুরী

নিউজ ডেস্ক: রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে আসায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একটু বেকায়দায় পড়ে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচে গেছেন। গতবার নির্বাচনেও এমন হয়েছিলো। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি বিষয়ে বিবিসি বাংলাকে তিনি এ কথা বলেন।

দিলারা চৌধুরী বলেন, আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিকে যে আসনগুলো দিবে তাকে তো সে আসনগুলো নিয়ে নির্বাচন করতে হবে। তা নাহলে তাকে আলাদা নির্বাচন করতে হবে। তারতো আর ঐক্যফ্রন্টে যোগ দেবার সুযোগ নেই। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন নিয়ে দরকষাকষি চলবে সেক্ষেত্রেতো এরশাদকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, সাধারণত যখন সংসদ নির্বাচনে নমিনেশন দেয়া হয় তখন তৃণমূল থেকে প্রস্তাব করে থাকে। সেরকম প্রক্রিয়া কিন্তু ফলো করছেন না আওয়ামী লীগ। এখানে প্রধানমন্ত্রীকে একটি ফ্রিহ্যান্ড দেয়া হয়েছে। এটা তো খুব ভাববার বিষয়।

বিএনপি মনোনয়ন প্রসঙ্গে দিলারা চৌধুরী বলেন, আমি মনে করি বেগম জিয়া যেহেতু কারাগারে, এবং তারেক রহমান লন্ডনে সেহেতু মির্জাফখরুল ইসলাম আলমগীরদের উপর অনেক অংশে মনোনয়ন সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন তারা। চাপিয়ে দেবার মতো সিদ্ধান্ত এখন মনে হয় আর উপরের নেতৃত্ব থেকে আসবেনা। আসন ভাগাভাগি নিয়ে যারা এতোদিন ধরে কাজ করেছেন বিএনপির তৃণমূলে তাদের ভিতর থেকে অসুন্তষ্ট প্রকাশ করতে পারে। সূত্র: বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে