বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ০৮:১৫:১৪

প্রাথমিক বাছাইয়ে এখন অনেকটাই এগিয়ে হিরো আলম

 প্রাথমিক বাছাইয়ে এখন অনেকটাই এগিয়ে হিরো আলম

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩০০ আসনের জন্য মোট ২৮৬৫টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে যোগ্যতা ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ৭৮০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

প্রার্থমিক বাছাইয়ে যে ৭৮০ জনের তালিকা করা হয়েছে এর মধ্যে হিরো আলমের নামও রয়েছে। দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রার্থী বাছাইয়ে হিরো আলম এখন অনেকটাই এগিয়ে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, দলের চূড়ান্ত মনোনয়ন দিবেন এরশাদ। আপাতত ৭৮০ জনের একটি প্রাথমিক তালিকা  করা হয়েছে।  এতে এগিয়ে আছেন আলোচিত হিরো আলম। এদের মধ্য থেকে ৩০০ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।

দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, শিগগিরই মহাজোটের সাথে আসন বন্টন নিয়ে সমঝোতা হবে জাতীয় পার্টির। তিন দিন মনোনয়ন বিক্রি ও জমা দেয়ার কথা থাকলেও ১৫ তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে জাতীয় পার্টি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে