বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮, ০৪:১০:৩৪

জরুরি সংবাদ সম্মেলনে যে ঘোষণা দিলেন কর্নেল অলি

জরুরি সংবাদ সম্মেলনে যে ঘোষণা দিলেন কর্নেল অলি

নিউজ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য ও জনগণের মনের মানুষদেরই মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বনানীর ফিউশন হান্টে এই জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

কর্নেল অলি বলেন, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। বরং যোগ্য ও জনগণের মনের মানুষদেরই নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন দেয়া হবে। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা।

অলি আহমেদ বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোন সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে