বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৯:৫২

সিইসির সাথে বৈঠক শেষে যা বললেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

সিইসির সাথে বৈঠক শেষে যা বললেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক পাঠাবে। দূতাবাস সারা দেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে। সবাই যেন নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায়। সভা সমাবেশের সুযোগ পায় সে বিষয়ে নজর রাখতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান তিনি।

গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার। সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেওয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে