বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৫:২৭

চিত্রনায়ক ফারুকের অন্যরকম নির্বাচনী প্রচারণা

চিত্রনায়ক ফারুকের অন্যরকম নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্ক: মঙ্গলবার গুলশানে অন্যরকমভাবে নির্বাচনী প্রচারণা চালালেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান।  আসল নামের চেয়ে এই প্রার্থী নায়ক ‘ফারুক’ নামেই বেশি পরিচিতি।

গুলশান-২-এর ওয়ান্ডারল্যান্ডের বিশাল মাঠে সাউন্ডবক্সে  নিজের অভিনীত ছবির গানগুলো বাজিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করেন তিনি।

বেলা আড়াইটার দিকে সাউন্ডবক্স থেকে প্রথমে ভেসে আসে বাঁশির সুর। তারপর বাজানো হয় বরেণ্য শিল্পী আবদুল জব্বারের কণ্ঠে, ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া…ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া।’ এভাবে পুরো গানটি বাজানো হয় তিন বার।  এই গানটি শেষ হতেই  আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিনের ‘সুজন সখী’ ছবির ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা…তোমার কাছে পয়সা নিব না’গানটি।

বাংলা চলচ্চিত্রের কালজয়ী দুটি গান বাজানোর পরই ‘এসেছে এসেছে আবার ইলেকশন ইলেকশন’ দিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া হয়।

সভায় ফারুক বলেন, ‘আসন্ন নির্বাচনে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি ঢাকার অন্য একটি আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু নেত্রী বলেছেন তুমি ঢাকা-১৭ আসনে যাও। নেত্রীর নির্দেশে আমি আপনাদের এখানে এসেছি। নেত্রী বলেছেন, এই এলাকাটির বড় একটি অংশ অবহেলিত। অবহেলিত মানুষের দুঃখ সরিয়ে দেওয়ার জন্য তোমাকে সেখানে যেতে হবে।’

ঢাকা-১৭ আসনে এবার ফারুকের পাশাপাশি ভোটের লড়াইয়ে আছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী নাজমুল হুদা এবং ২০-দলীয় জোটের ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে