শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৭:৪৭

ড. কামালকে অপমান করা মানে পুরো জাতিকেই অপমান করা: রিজভী

ড. কামালকে অপমান করা মানে পুরো জাতিকেই অপমান করা: রিজভী

নিউজ ডেস্ক:  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনকে অপমান করা মানে পুরো জাতিকেই অপমান করা।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নামে মামলার মাধ্যমে যে অপমান করা হলো, সেটি সারা জাতিরই অপমান। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো- দুষ্কৃতিকারীরা সরকার পরিচালনা করছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে।

‘হামলা করার পর গতকাল বর্ষিয়ান নেতা ড. কামাল হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়েরের মাধ্যমে সরকার যে বার্তাটি দিলো তা নিম্নরুচির।’

সরকারের কাছে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া আর কারো কানাকড়ি মূল্য নেই বলেও মন্তব্য করেন বিএনপির নেতা।

রিজভী বলেন, ড. কামাল হোসেনের যদি খামোশ বলা অন্যায় হয়ে থাকে তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই-এইচটি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধমক দিয়ে বলেন-‘তুমি কি বিএনপি যে বিএনপির মতো প্রশ্ন করো ? তুমি কি মওদুদ ?’ কই আপনি তো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে