রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬:০১

সরকারের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে : মান্না

সরকারের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে : মান্না

নিউজ ডেস্ক:  জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় সরকারের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, প্রার্থী দিয়েছি।

আজ ১৬ ডিসেম্বর রবিবার দুপুরে নয়াপল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত বিজয় র‌্যালির আগে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরপর নয়াপল্টন থেকে ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি শুরু হয়। শেষ হয় মালিবাগ গিয়ে। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত চৌধুরী, বিএনপর ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা-৪ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, জাসাসসহ বিএনপির নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে