মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৬:৪৪

নির্বাচনে পাঁচ জেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করল সিইসি

নির্বাচনে পাঁচ জেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করল সিইসি

নিউজ ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে আজ মঙ্গলবার ১৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘সেনাবাহিনী-বিজিবি মাঠে থাকলে ভোটাররা আরও বেশি নিরাপদবোধ করবেন। সব প্রার্থী সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কোন সমস্যা দেখছি না।’

এ সময় একাদশ নির্বাচনে রেডজোনে পাঁচ জেলা কথা উল্লেখ করেন সিইসি। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন এসব জেলায় সুষ্ঠু নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানান ইসি সচিব হেলাল উদ্দিন। তিনি এ পাঁচ জেলার প্রার্থীদের যে কোন অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।

এ সময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান চট্টগ্রামের সনদ্বীপ, ফটিকছড়ি এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে বিশেষ নিরাপত্তার দাবি জানান। কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন মহেশখালী, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে নিরাপত্তার জন্য ভোটের দিন হেলিকপ্টারের ব্যবস্থা করার প্রস্তাব দেন। সিইসি তাৎক্ষণিক তার এ প্রস্তাব সমর্থন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে