রবিবার, ০৩ জুলাই, ২০১৬, ০৬:০৭:৩০

৫০ জাপানি পুলিশ বাংলাদেশে

 ৫০ জাপানি পুলিশ বাংলাদেশে

ঢাকা : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জাপানের সাত নাগরিক নিহতের ঘটনায় ৫০ সদস্যের জাপানি পুলিশের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

বোরবার বিষয়টি নিশ্চিত করেছে বনানী থানা পুলিশ।  তবে কী কারণে তারা ঢাকায় এসেছেন তা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ধারণা করা হচ্ছে, হামলার ঘটনাটি পর্যবেক্ষণ করতেই তারা ঢাকা এসেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়।  দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে।  

এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন।

রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জনকে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ৯ ইতালিয়ান, ৭ জাপানি, ১ ভারতীয় নাগরিক, ৩ বাংলাদেশি এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন।

পরদিন শনিবার সকালে যৌথবাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ৬ হামলাকারী নিহত এবং একজন গ্রেপ্তার হয়।  জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
৩ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে