শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৮:১৯

জবাব

জবাব

জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গতানুগতিক, আত্মতৃপ্তি ও আত্মসন্তুষ্টিতে ভরা। তিনি উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, তা অসত্য ও ভুলে ভরা। এ ভাষণে জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর।

সরকারের ৩ বছর পূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতায় ভাল করে বোঝেন দেশ উন্নয়ন, না অবনতির দিকে। হামলা মামলা জর্জড়িত বিরোধীদলগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। গণতান্ত্রিক স্পেস প্রতিদিন সংকোচিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশে এখন দুর্নীতি, লুণ্ঠন, অবাধে চলছে। শেয়ারবাজার ও  ব্যাংকগুলো  লুট হয়ে গেছে, জনজীবনের কোনো নিরপত্তা নেই, আয়ের বৈষম্য দিনদিন বেড়েছে। শিক্ষার মান নেই, শিশুদের পাঠ্যপুস্তক ভুলে ভরা। গুম, খুন শিশু হত্যা নারী নির্যাতন নিত্যদিনের ঘটনা। প্রধানমন্ত্রী তার ভাষণে এই বিষয়গুলো সুকৌশলে এড়িয়ে গেছেন।

১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে