বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭, ০৪:২২:৫৩

জবাব

জবাব

বিএনপির সঙ্গে সংলাপে বসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমার পক্ষে কিছুই বলা সম্ভব না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা, তাহলে মাঠ নামতে হবে, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। বিএনপির রাজপথের নামার বিষয়ে তিনি বলেন, বিএনপির লিস্ট অনুযায়ী পাঁচশো ৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে। বিএনপির রাস্তার নামার কোনো যোগ্যতা নেই।

ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির সাথে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার সুযোগ নেই। রাষ্ট্রপতি সব দলের সাথে সংলাপ করেছেন। তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। এ ব্যাপারে কারো সাথে সংলাপ করার প্রয়োজন নেই।”
১৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে