বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:০৯:৫১

জবাব

জবাব

নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে বিতর্কিত ব্যক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন,  ‘নুরুল হুদা একজন বিতর্কিত ব্যক্তি, যাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার মায়া হয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে তিনি বিতর্কহীন কোনও মানুষ পেলেন না।’ তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশন হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি এবং জনতার মঞ্চের সংগঠক ছিলেন। যার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে কোনও পাগলও বিশ্বাস করবে না।’

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে শামসু্জ্জামান দুদু বলেন, ‘অন্য চার জন নির্বাচন কমিশনার নিয়ে আমরা কথা বলতে চাই না, প্রধান নির্বাচন কমিশনার এখনও শপথ গ্রহণ করেননি, তার আগেই সুযোগ থাকলে আপনি (রাষ্ট্রপতি) বিবেচনা করবেন।’

এ সময় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন ও নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে