শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৩৯:১৫

জবাব

জবাব

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আওয়ামী চেতনায় বিদায়ী সিইসির এর চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভবানা নিয়ে বিএনপির সংশয়ের কথা আবারও তিনি তুলে ধরেছেন।  

রিজভী বলেন, কাল আমি ফেইসবুকে দেখলাম, তার এলাকায় উপজেলা চেয়ারম্যানের একটা কী ভোটাভুটিতে জেতার কারণে মিষ্টি খাওয়া-খায়ি করছেন। এর আগেও তো আমরা সিইসি দেখিছি, তাদের ব্যক্তিত্ব, তাদের মর্যাদা অনেক। এলাকায় কে জিতল, না জিতল- এসব অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেন না। তারা একটা স্বাধীন স্বত্ত্বা নিয়ে থাকতেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এবার যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন, তিনি আওয়ামী চেতনায় কাজী রকিবউদ্দীন আহমদের চেয়েও কয়েক ধাপ অগ্রবর্তী। একজন জনতার মঞ্চের মানুষ। উনার বক্তব্য, আচার-আচরণ দলের একজন একনিষ্ঠ কর্মীর মতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রফিকুল ইসলাম মাহতাব, আবদুস সাত্তার পাটোয়ারি।

১০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে