শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:২৪:১০

জবাব

জবাব

গণতন্ত্র অর্জন, জনগণের ভোটাধিকার রক্ষা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিএনপি আবার রাজপথে নামবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, 'বাংলাদেশের যা কিছু অর্জন তার সবকিছু রাজপথের আন্দোলনের মাধ্যমে হয়েছে। গোলটেবিল আলোচনায় কিছুই হয়নি। ক্ষমতাসীন সরকার ব্যস্ত তাদের দল এবং দলীয় ব্যক্তিদের প্রতিপালনে। সুতরাং গণতন্ত্র অর্জনের জন্যে, ভোটাধিকার রক্ষার জন্য, স্বাধীনতা সর্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আবার রাজপথে নামবো। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
 
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক অধিকার বলে কিছু নেই। দেশ এখন একটি দলের পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়ে গেছে। কিন্তু দেশবাসী কখনো কোনো স্বৈরাচারকে সহ্য করেনি। তাই বর্তমান স্বৈরাচার সরকারকেও বেশিদিন সহ্য করবে না। জনগণের আন্দোলনের মুখেই তাদের পতন ঘটবে।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে