মঙ্গলবার, ০৭ মার্চ, ২০১৭, ০৭:৫৪:৩৫

জবাব

জবাব

এখনও চূড়ান্তভাবে সবকিছু ঠিক না হলেও একটা ধারণা পাওয়া গেছে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে। অবশ্য  যে নিয়মটা এত দিন অনুসরণ করা হচ্ছে সেটির ব্যত্যয় এখানেও ঘটছে না।  তবে এটি নিশ্চিত মুশফিক ব্যাট করছেন চারে। অনুশীলন শুরুর আগে খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখছিলেন মুশফিক।

প্রথমবার উইকেট দেখা শেষে অনুশীলনে ঘণ্টা দুয়েক ঘাম ঝরালেন বাংলাদেশের অধিনায়ক। এর পর দ্বিতীয় দফাতে আবরও উইকেটের কাছে গেলেন তিনি। এবার কিউরেটরের সঙ্গে আলাদাভাবে কথা বললেন মুশফিক।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগেও একবার উইকেট দেখে গেছেন মুশফিক। সবমিলিয়ে উইকেট নিয়ে খুব সিরিয়াস বোঝা গেল তাকে। যদিও মুশফিক যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

তিনি বলেন, ‘উইকেট যেমনই হোক না কেন, আমরা যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত। দুইদিন আগেও উইকেটে ঘাস ছিল। সকালে উইকেট দেখে আমরা আমাদের সেরা একাদশ নির্বাচন করব। চিন্তা করব কোন পেসার, কয়জন পেসার খেলাব। আমরা সবাই যে কোনও উইকেটে খেলার জন্য প্রস্তুত।’

সর্বশেষ গলে খেলা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ফ্লাট উইকেটে হয়েছে। এবার স্পিন সহায়ক উইকেট হচ্ছে গলে। ওই টেস্টে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। আশরাফুল অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন।

মুশফিকের আশা এবারের উইকেট আগের মতো নয়। তার আশা প্রথম দুইদিন এখানে ব্যাটসম্যান ও পেসারদের বাড়তি সুবিধা থাকবে, ‘গতবারের মতো যে একদমই ফ্লাট, সেটা নয়। পেসাররা শুরুর দিকে অবশ্যই কিছু সহায়তা পাবে। গলে সবসময় স্পিনারদের অনুকূলে থাকে।’

সাবেক উইকেটরক্ষক আরও যোগ করেন, ‘এখানে ব্যাটিং করা সহজ। প্রথম দুইদিনে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারে। সবকিছু মিলিয়ে বলব, এই উইকেটে স্পিনারদের বিপক্ষেই লড়তে হবে ব্যাটসম্যানদের। আমরা যদি আমাদের পরিকল্পনা মতো খেলতে পারি তাহলে ফলাফল নিজেদের দিকে আনা সম্ভব হবে।’
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে