সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ০৭:৫৪:১৫

জবাব

জবাব

চীন থেকে সাবমেরিন কেনায় শেখ হাসিনার সঙ্গে ভারতের মান-অভিমান চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার দুপুরে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন, ‘শেখ হাসিনা চীন থেকে সাবমেরিন কিনেছেন, চুক্তি করেছেন। ভারত জানতে চেয়েছে, এই সাবমেরিন আপনি কার বিরুদ্ধে ব্যবহার করবেন? সে কারণে আজ ভারতের সঙ্গে আপনাদের হয়তো মান-অভিমান চলছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি ‌‘র’-এর এজেন্ট। ‘র’ ও আমেরিকার মধ্যে সম্পর্কের মধ্য দিয়ে তিনি (খালেদা জিয়া) ২০০১ সালে ক্ষমতা এসেছেন। আমার মতো একজন সচেতন মানুষ এ কথায় হাসলাম। এটা বিশ্বাসযোগ্য কথা নয়।’

ন্যাপের সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় আর বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে