বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০১:৩১:০৭

জবাব

জবাব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ব্যর্থ ও অন্তঃসারশূন্য দাবি করে বলেছেন, ‘ভারতের চাহিদামতো তিনি সবকিছু দিয়ে এসেছেন। জনগণের জন্য কিছুই আনতে পারেননি। কতগুলো আশ্বাস নিয়ে খালি হাতে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, অতীতের ধারাবাহিকতায় ভারতের  অগ্রাধিকারপ্রাপ্ত ও প্রস্তাবিত বিষয়গুলোতেই চুক্তি ও সমঝোতা সই হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে দেশবিরোধী এসব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। ’

রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী।

বিএনপি-প্রধান বলেন, ‘এই সফরকে দেশবাসী কেবলই দেওয়ার এবং কোনো কিছুই না পাওয়ার এক চরম ব্যর্থ সফর বলে মনে করে। তারা মনে করে, প্রধানমন্ত্রী ভারতকে শুধু দিয়ে এসেছেন, কিছু নিয়ে আসতে পারেননি। সফরকে প্রধানমন্ত্রী তৃপ্ত, ফলপ্রসূ মনে করলেও দেশের জনগণ শঙ্কিত ও আতঙ্কিত। ’

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক নিয়ে শঙ্কা প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি এবং জনসাধারণের মতামত উপেক্ষা করে স্পর্শকাতর বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর সুদূরপ্রসারী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে দেশের জনসাধারণের সঙ্গে আমরাও শঙ্কিত। ’

 বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়েছে। সেগুলোর বিশদ বিবরণ প্রকাশ কিংবা রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সঙ্গে কোনো আলোচনা এবং কারও মতামত নেওয়া হয়নি। এই গোপনীয়তার কারণে সবার মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক ছিল সফরের পর তা যথার্থ প্রমাণিত হয়েছে।
১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে