বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৮:৪৭:০৪

জবাব

জবাব

একতরফা খেলার মাধ্যমে সরকার ফের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের নেতাদের বিরুদ্ধেই মামলা হয়েছিল। আওয়ামী লীগ তাদের নেতাদের সব মামলা তুলে নিচ্ছে কিন্তু বিএনপি নেতাদের প্রত্যেকটি মামলা নতুন করে চালু করছে। আমাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে তারা একতরফা খেলতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই- এই খেলা কখনই এদেশের মানুষ গ্রহণ করবে না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আমরা বার বার বলেছি- আসুন না খোলা ময়দানে, সমান্তরাল ময়দানে একসঙ্গে খেলি। সেটার মধ্যে তারা নেই। এই সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই এই মামলা-মোকদ্দমা করে বিএনপিকে মোকাবিলা করতে চায়।

মির্জা আলমগীর বলেন, আমরা নির্বাচনে যেতে চাই, তবে সেজন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সকল দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার জন্য পরিবেশ তৈরি করতে হবে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে দেবেন, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবেন- আর বলবেন তোমরা নির্বাচনে যাও। তাহলে আমরা নির্বাচনে কিভাবে যাবো?

তিনি বলেন, আমরা বার বার বলছি- দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক কোনো স্পেস নেই। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন হলে, আমাদের নেতাকর্মীদের মুক্তি দিলে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। সকল দলের সমান সুযোগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে