শনিবার, ২৭ মে, ২০১৭, ০৪:৪১:৪৮

জবাব

জবাব

বিশিষ্ট আইনজ্ঞ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ড. কামাল হোসেন বলেছেন, ভোটের স্বার্থে ধর্মের অপব্যবহার করা হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে এই অপরাজনীতি পরিত্যাগের আহ্বান জানান।

শনিবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক মোজাফফর আহমদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।  

ড. কামাল হোসেন বলেন, '১৯৭১ সালে ধর্মের নামে গণহত্যা, সম্ভ্রমহানী ও লাখ লাখ মানুষকে পঙ্গু করা হয়েছিল। এই ধর্মকে রাজনীতি থেকে সরানোর জন্য সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা লেখা হয়েছিল। কিন্তু আজ ধর্মকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। '

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, 'আজ যারা ধর্মের দোহাই দেয়, তাদের মূল্যায়নের জন্য একাত্তরের কথা মনে রাখতে হবে। একাত্তরে ধর্মের দোহাই দিয়ে যারা গণহত্যা করেছে, তারা কী ধর্মের ছিল? তারা কি ইসলাম বিশ্বাস করত? সেগুলো মনে রাখতে হবে। '

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, 'এ নিয়ে এখন কিছু বলতে চাই না। আইনজীবীদের একটি সম্মেলন হবে। সেখানে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেওয়া হবে। '

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক আবুল মকসুদ। বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক রওনক জাহান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের জামাতা মির্জা হাসান প্রমুখ।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে