রবিবার, ০৪ জুন, ২০১৭, ০৫:৩২:৫৯

জবাব

জবাব

গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি খারিজ হয়ে যাওয়ার মওদুদ আহমদকে বাড়ি ছাড়তে হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, বাড়ি উনাকে অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেয়া সরকারের দায়িত্ব।রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবে আলম এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, মওদুদ আহমদ তার ভাইয়ের নামে বাড়িটির মূল মালিকের সঙ্গে যে চুক্তি দেখিয়েছিলেন সেটার মামলা আপিল বিভাগে খারিজ হয়ে গিয়েছিল। রায়ে বলা হয়েছিল পাওয়ার অব অ্যাটর্নি এবং চুক্তিটা জাল জালিয়াতির মাধ্যমে হয়েছে।

মাহবুবে আলম আরও বলেন, সেটাই মওদুদ আহমদ সাহেব বলতে চান তার ভাইয়ের আইনজীবী হিসেবে, মহসিন দরবার নামে এক লোকের সঙ্গে বাড়িটি নিয়ে চুক্তি হয়েছিল, যিনি বাংলাদেশে ছিলেন। আমরা বলেছি মালিক ইনজে প্লাজ অস্ট্রিয়ান নাগরিক ১৯৮৫ সালের ৩০ মার্চ মারা যান। কথিত মহসিন দরবার ইনজের পক্ষে চুক্তি দেখিয়েছিলেন, যেটা হয়েছে একই সালের আগস্ট মাসে।

অ্যাটর্নি জেনারেল বলেন, তার মানে মালিক মারা যাওয়ার ৫ মাস পরে। আর বাড়ি পাওয়ার জন্য উনারা মামলা করেছিলেন ১৯৯৩ সালে। বিচারিক আদালত এবং আপিল বিভাগ ‘রাইটলি’ বলেছেন, তাদের নামে নামজারি হবে না।

রিভিউয়ের আদেশের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘উনাদের অনুরোধে আদালত বলছে, বিচারে ভুল হয়নি। তবে বিষয়টি দেখবো। এখন অবৈধভাবে লোক থাকবে আর সরকার সেটা মেনে নেবে, তা হতে পারে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এ মামলায় মওদুদ আহমদ একটি পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়েছিলেন, যেখানে তার ভাই তাকে বাড়িটি দেখাশুনা করতে নিয়োগ দিয়েছেন। সুতরাং যেখানে তার ভাইয়েরও কোনো টাইটেল নেই, অধিকার নেই তার মামলা ডিসমিস হয়ে গেছে উচ্চ আদালতে। এ বাড়িতে যে তিনি থাকবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ কথা বলা তো…আমি মনে করি, এর চেয়ে বড় ধৃষ্ঠতা আর হতে পারে না।

বাড়ি ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘সেটা আমরা দেখবো। অন্য যে কোনো দেশে হলে রাজনীতিবিদ…এ প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে সম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে দিতেন।
৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে