বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১২:৪৩:৫১

জবাব

জবাব

প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবিতে সোচ্চার আওয়ামী লীগ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এ দাবিতে মাঠে নামার উদ্যোগ নিয়েছে দলটি।

একইসঙ্গে রায় নিয়ে দলীয় সভানেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিদেশি বন্ধুদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে প্রধান বিচারপতি ও ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী কথা বলার আগে থেকে দলের শীর্ষ নেতারা রাজনৈতিক মাঠে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধান বিচারপতির লেখা রায়ের বেশ কিছু মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন তারা। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোড়শ সংশোধনী রায়ের বিভিন্ন দিক ও প্রধান বিচারপতি সম্পর্কে আওয়ামী লীগের মনোভাবের কথা জানান।

সেখানে তিনি প্রধান বিচারপতির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে রায় লেখার আগে বা পরে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর এ মন্তব্যকেই এখন দলীয় দাবিতে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

সেখানে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি জানানো হয়। ওই কর্মসূচির নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।

গতকাল আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ আহ্বান জানান। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাদের আহ্বানে সাড়া না দিলে আগামী দিনে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে এক দফা আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয়।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে