সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ১০:৩০:০৪

জবাব

জবাব

পিলখানা হত্যা মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম বলেছেন, ‘এই রায়ে আমরা ন্যায়বিচার পাইনি।’ সোমবার এ মামলা সংক্রান্ত হাইকোর্টের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পর হাইকোর্ট পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। যে রায় ঘোষণা করা হয়েছে, তা এভাবে ঘোষণা হতে পারে না। রাষ্ট্রপক্ষ যে রায় পেয়েছে, তারা নিজেরাও এমন রায় প্রত্যাশা করেননি।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই একটি সাক্ষী বা কোনও সাক্ষী ছাড়া যে রায় নিম্ন আদালত দিয়েছিল তাই বহাল রাখা হয়েছে। এ রায় আমরা প্রত্যাশা করিনি। আমরা মনে করি এ রায়ে আমরা ন্যায়বিচার পাইনি।’

প্রসঙ্গত, পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। আর খালাস পেয়েছেন ৪৯ জন। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে