বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০১:৩৪:৪৬

জবাব

জবাব

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটির নতুন মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বুধবার প্রথম দিনের মতো অফিস করেছেন মোস্তাফা জব্বার। মন্ত্রণালয়ে নিজের দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে তিনি আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
এ সময় তিনি বলেন, ইন্টারনেটের সমস্যা সমাধানে আমাদের এক বছরের বেশি সময় লাগবে না। আমি প্রধানমন্ত্রীর সম্মান রাখতে কাজ করব। তারানা হালিম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। দপ্তর পরিবর্তন করে তাকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মোস্তাফা জব্বার হাসতে হাসতে বলেন, যে কারণে তারানা হালিমকে এই মন্ত্রণালয়ে রাখা হয়নি তা ওপেন বলা যাবে না।

এ সময় অনেকটা আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমাকে ফেসবুকে এক তরুণ লিখেছে, মোস্তাফা জব্বার যখন মন্ত্রীর শপথ নিচ্ছেন, তখন মূলত আমিই শপথ নিচ্ছি।

নতুন এই মন্ত্রী বলেন, যে আমলারা আমাকে ভাই বলতো, তারা কাল থেকে আমাকে স্যার বলছেন। আমি তাদের বলেছি- আপনাদের সমস্যা না হলে আমাকে জব্বার ভাই-ই বলুন।

তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসবেন না। আমি এক বছরের মন্ত্রীর দায়িত্ব নিয়ে ৬৯ বছরের সুনাম নষ্ট করতে পারব না। আমরা পুরো সরকারকে দেখিয়ে দিতে চাই কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করতে হয়। আমি শেখ হাসিনার মাথা উঁচু করতে চাই।’

এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে